নাগরিক সংবাদ

শামুকখোল

Byসুজন চন্দ্র মন্ডল

বাংলাদেশে যে কয়েকটি বক দেখা যায় তাদের মধ্যে অন্যতম সুন্দর এশীয় শামুকখোল বা শামুকভাঙ্গা। এর ইংরেজি নামঃ Asian Openbill এবং বৈজ্ঞানিক নামঃ Anastomus Oscitans।

এরা শামুক ও ঝিনুক ছাড়া আর কিছুই খায়না। কিন্তু বর্তমানে আমাদের দেশের আবাদি জমিগুলোতে নির্বিচারে কিটনাশক দেয়ার ফলে জমিতে এখন শামুক ঝিনুকের বড়ই আকাল। আর তাই চরম খাদ্য সংকটে পড়ে বিলুপ্তপ্রায় এই শামুকখোলকে এখন আর ঝাঁক বেধে আমাদের গ্রামের জমিগুলোতে শামুক খেতে দেখা যায়না।

বকটি শুধু শামুক ঝিনুক খায় বলে গ্রামের মানুষ তাকে আদর করে শামুকখোর অথবা শামখোলও ডাকে। মিরসরাইয়ের মহামায়া লেকে এখনো কিছু শামুক পাওয়া যায়, তাই অল্প পরিমানে শামুকখোল এই এলাকায় আস্তানা গেড়েছে। সাধারণত লোকচক্ষুর অন্তরালে থাকা এই বকটির ছবি সপ্তাহখানেক আগে আমি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মহামায়া এলাকা থেকে তুলেছি।

SCROLL FOR NEXT