নাগরিক সংবাদ

প্রকৃতির প্রতি তো প্রতিবাদী হওয়া যায় না!

Byদিব্যেন্দু দ্বীপ

যে সম্পর্কে বন্ধুত্ব অবধারিত, নইলে ভীষণ বিপদ হয় আমাদের– প্রকৃতির সাথে শত্রুতা চলে না, তাকে কোনো অজুহাত দেয়াও যায় না। একটু পরে আসো বৃষ্টি, ঝড়টা না হয় নাইবা হলো- এসব কথা প্রলাপ হয়ে যায় শুধু। প্রকৃতির চেয়ে শক্তিশালী ঈশ্বর কি আছে কিছু?

ঝলমলে রোদ, গরমের দীর্ঘশ্বাসে যখন প্রাণ ওষ্ঠাগত, পথচারী তখন একটু বেশি দাম দিয়ে হলেও ডাবের পানিতে তৃষ্ণা মিটিয়েছে, কিন্তু হঠাৎ বৃষ্টি সমীকরণ বদলে দিয়েছে। ডাব-লেবু-আনারস কিনছে না কেউ এখন, কাজের আশায় বসে থাকা শ্রমিকদেরও বুঝি আজ আর কাজ জুটবে না। ছবিগুলো পুরোন ঢাকার প্যারিদাস রোড থেকে তুলেছিলাম।

SCROLL FOR NEXT