নাগরিক সংবাদ

’কুত্তার’ মত পেটাতে হবে কেন!

Byসুকান্ত কুমার সাহা

বাংলায় একটা প্রবাদ আছে, "ধরাকে সরা জ্ঞান করা"- অর্থাৎ পৃথিবীটাকে একটা 'সরা'র মত মনে করা! আমরা সাধারণত ভাতরান্নার ডেকচি অথবা চাল রাখার হাঁড়ি ঢাকা দেওয়ার ঢাকনাটাকে 'সরা' বলে থাকি। এই প্রবাদটা হয়ত এখান থেকেই উৎপত্তি হয়েছে।

অথবা, চৈত্রমাসে হিন্দুধর্মালম্বীরা 'চৈতপূজা'র জন্য 'পাট ঠাকুর' নামায়। মাসব্যাপী এই উৎসবে একজন পুরুষ সন্যাসী কালীমূর্তির বেশে ও তাঁর মুখোশ লাগিয়ে ডান হাতে রাম দা আর বাম হাতে একটা সরা নিয়ে কালীনৃত্য প্রদর্শন করেন। সেই নৃত্যে দেখানো হয়- কীভাবে কালীমাতা অসুরদের মাথা কেটে তাঁর বাম হাতে রাখা সরাটায় তাদের পড়তে থাকা রক্ত ধরছে। এই প্রবাদটা সেই নৃত্য থেকেও উৎপত্তি হতে পারে।

তবে আমি যাই ধারণা করি না কেন, প্রবাদটার উৎপত্তি ও এর অর্থ, আমার স্বল্প জ্ঞানে পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয়। তবে প্রচলিত অর্থে যেটুকু বুঝি- তাতে বলতে পারি, "যারা যতটুকু নয়, তারচেয়ে নিজেদের অনেক বড় ভেবে বসাটাই হচ্ছে এই প্রবাদের মূল প্রতিপাদ্য"।

আমি হঠাৎ করেই কেন ধান ভানতে শিবের গীত গাইতে বসলাম? এর মাজেজা হলো আজকের খবরটা-

খবরটা পড়ামাত্রই মনে মনে বললাম, কেন রে ভাই? ওকে কেন পেটাতে হবে? আর কুত্তার মত করেই কেন পেটাতে হবে? ইমরান কোন অন্যায় করে থাকলে তাকে আইনের হাতে সোপর্দ্য করুন। সেটা না করে শুধু শুধু তাকে মারবেন কেন? একটা গণতান্ত্রিক দেশে, একটা গনতান্ত্রিক দলের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের প্রতিনিধি হয়ে আপনাদের এই আচরণ ভাল অর্থ বহন করছে না! উপরন্তু এই 'আচরণ' উপরে বলা সেই প্রবাদটাকেই প্রতিনিধিত্ব করছে।

রাজনৈতিক মতপার্থক্য কী রাজনৈতিকভাবেই মোকাবেলা করা উচিত নয়? সেটা না করে, কুত্তার মত পেটাতে হবে?

৩০/০৫/২০১৭

SCROLL FOR NEXT