নাগরিক সংবাদ

ফুলের নাম: জিনিয়া

Byসুমন দে

ফুলের নামঃ জিনিয়া

ইংরেজী নামঃ Zinnia

বৈজ্ঞানিক নামঃ Zinnia elegans

পরিবারঃ Asteraceae

বালাদেশে জিনিয়া মূলত এর বাহারী রংয়ের ফুলের জন্য সুপরিচিত। জিনিয়া গাছ Asteraceae অন্তর্ভুক্ত। জিনিয়া ফুল সাদা, হরুদ, লাল, বাদামী, বেগুণী, কমলা, সবুজ হরেক রঙের হয়ে থাকে। মূলত: মেক্সিকোর এই ফুল এখন সারা পৃথিবীতে চাষ করা হয়। অন্তত ২০ প্রজাতির জিনিয়া এ যাবৎ চিহ্নিত হয়েছে। সবচেয়ে বহুল প্রাপ্ত জিনিয়ার বৈজ্ঞানিক নাম Zinnia elegans। মৌসুমি ফুলের মধ্যে এটি বেশ সুন্দর ও আকর্ষণীয় একটি ফুল।

জিনিয়া শীতকালীন ফুল হলেও সারা বছরই এর চাষ করা যায়। গাছ ৬০-৭০ সেমি. লম্বা হয়। গাছে ডালের সংখ্যা কম হয়। ফুলের রং লাল, গোলাপি, বেগুনি ও হলুদ প্রভৃতি হয়ে থাকে। আকার ও রঙের বৈচিত্রে ডালিয়া ও চন্দ্র মল্লিকার সাথে তুলনা করা যেতে পারে। ছবিটি সিলেটের আম্বরখানা এলাকা থেকে তোলা।

ছবি-সুমন দে।

SCROLL FOR NEXT