নাগরিক সংবাদ

মানুষ

Byড. তিতাস চৌধুরী

মানুষের ঘরে মানুষ হিসাবে জন্ম গ্রহণ করার পরেও একজন মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য নিরন্তর চেষ্টা ও সাধনা করতে হয়। কথায় আছে, পশুপাখী সহজেই পশুপাখী, তরুলতা সহজেই তরুলতা, মানুষ প্রাণপন চেষ্টা তবেই মানুষ। তাই মানুষের ঘরে জন্ম নিলেই একজন মানুষ মানুষ হয় না। তাকে মানুষ হওয়ার জন্য প্রকৃত বিদ্যা অর্জন করতে হয়। আর এই বিদ্যা অর্জনের প্রাথমিক ধাপ শুরু হয় পরিবার থেকে, সমাজ থেকে। যে সমাজ বা যে পরিবারে সে বসবাস করে, বেড়ে উঠে, সে সমাজ বা পরিবার থেকে। তার বাবা-মা ই তার শিক্ষক। সমাজ বা পরিবারে থেকেই একজন মানুষ নৈতিক শিক্ষা পেয়ে থাকে। তারপর সে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে একটি সিলেবাস নির্ভর বিদ্যা অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। কিন্তু সমাজ বা পরিবার থেকে সুশিক্ষা না পেলে জীবনটাই বৃথা।

SCROLL FOR NEXT