নাগরিক সংবাদ

ভাষা শহীদদের প্রতি শিশু মিনহা আফছানার শ্রদ্ধা নিবেদন

Byরিফাত কান্তি সেন

১৯৫২ সালের ভাষা আন্দোলন। রাষ্ট্র ভাষা বাংলা চাই, অন্য কোন দাবি নাই। ৮ই ফাল্গুন, ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয় মাতৃভাষা বাংলার দাবিতে। সেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিেল অংশ নেয় ছাত্র-জনতা। পুলিশের গুলিতে সেদিন রাজপথ রক্তে রঞ্জিত হয়ে শহীদ হন রফিক, সফিক, বরকত সহ নাম না জানা অনেকেই।

সেই দৃশ্য এ প্রজন্মের শিশুরা বই-পুস্তক কিংবা টিভি পর্দায় দেখে তা বুকে লালন করে চলেছেন। স্মৃতি আগলে রেখে এখনো ইতিহাস জানাতে বদ্ধ পরিকর প্রজন্ম। তারই একটি চিত্র- নয় বছরের শিশুকে গুলি করে হত্যা, রাস্তায় মাতৃভাষা রক্ষার দাবি নিয়ে মিছিলে নেমেছিলো সে।

ছবিটি চাঁদপুরের, ফরিদগঞ্জ মাতৃছায়া কিন্ডারগার্টেন এর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের চিত্র। দারুণ অভিনয় করে প্রথম স্থান অধিকার করেছেন নয় বছরের মিনহা আফছান। তৃতীয় শ্রেনীর এই শিশুটি ভাষা শহীদদের অভিনব কায়দায় স্মরণ করেন।

SCROLL FOR NEXT