নাগরিক সংবাদ

নগর নাব্য- ২০১৮’র ‘উৎসর্গ’ পাতার জন্য আপনার ’পরামর্শ’ দিন

Byশফিক মিতুল

হিমের আবহে হিমায়িত নাগরিকদের নিয়ত নাড়া দিয়ে ভার্চুয়াল থেকে ভূলোকে উষ্ণতা ছড়ানোর দায়িত্বপূর্ণ কাজটি করা ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রিয় নাগরিক সাংবাদিক সহ-ব্লগার বড় ভাইয়া-আপু, দাদা-দিদি, বন্ধু, অগ্রজ-অনুজ সকলকে শুভেচ্ছা।

১৪২৪ বঙ্গাব্দের (২০১৭) শ্রাবণের শেষ দিনে একটি পোস্টের মাধ্যমে সকলের কাছে আহবান রেখেছিলাম, প্রতি বর্ষের ন্যায় আসছে বইমেলায় আমাদের সকলের কাঙ্ক্ষিত 'নগর নাব্য (২০১৮)' প্রকাশে এবারের বিশষায়িত বিষয় 'রূপালি পর্দার কথা' তথা চলচ্চিত্র নিয়ে লেখার জন্য

পরম আনন্দের বিষয় হলো, সে আহবানে সাড়া দিয়ে লেখা নবীন-প্রবীন সহ-ব্লগারদের বিভিন্ন পোস্ট কমেন্টের মাধ্যমে জড়ো হয়ে সম্পাদনা টেবিল ঘুড়ে এখন মলাটবদ্ধ হওয়ার পূর্বক্ষণে উপনীত হয়েছে। এই ক্ষণে আমি আরেকটি মজার আহবান নিয়ে এসেছি।

আপনারা জানেন, এর আগে প্রকাশ হওয়া নগর নাব্য প্রকাশনাগুলোর কোনোটাতেই প্রথাগতভাবে (যেমন ব্যক্তির নামে সাধারণত যেভাবে হয়)  উৎসর্গ পাতা করা হয়নি। তদস্থলে নগর নাব্য'র বিষয়বস্তু নিয়ে একটা সামষ্টিক বক্তব্য থাকতো সেখানে। অনেকটা 'ওয়ান লাইনার'। যেমন- নগর নাব্য-২০১৭, মেয়র সমীপেষু- তে লেখা ছিলো- "নগর প্রধানের কাছে নাগরিক সমস্যার সমাধান চেয়ে নাগরিক সাংবাদিকতা"।

তো, এবার চলচ্চিত্র নিয়ে বিশেষ নগর নাব্য'র উৎসর্গ পাতায় সেই একটি বিশেষ বাক্য, স্লোগান অথবা কিছু শব্দের সমষ্টি কী হতে পারে যা অন্যসব প্রকাশনার উৎসর্গ পাতা থেকে এবারের নগর নাব্য প্রকাশনার উৎসর্গ পাতাটিকেও ভিন্নভাবে উপস্থাপন করবে?

মন্তব্য ঘরে দ্রুত জানান!… দ্রুত জানান!!… দ্রুত জানান!!!

SCROLL FOR NEXT