নাগরিক সংবাদ

পল্লীবিদ্যুৎ গ্রাহকদের হয়রানি

Byএম.মনসুর আলী

বিদ্যুৎ বিল নিয়ে ব্রাহ্মণবাড়ীয়া পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের অভিযোগ আজকেই প্রথম নয়। প্রায়ই বিদ্যুৎ বিল দেখে অনেক গ্রাহকের চোখ কপালে উঠে যায়। ব্যবহৃত ইউনিট না দেখেই অতিরিক্ত বিল করা, অতিরিক্ত বিল কমাতে গেলে নানাভাবে গ্রাহকদের হয়রানি করছে পল্লী বিদ্যুৎ সমিতি। এসব হয়রানির কারণে গ্রাহকরা চরম অতিষ্ঠ হয়ে ওঠেছে। অরুয়াইল বাজারের ডাক্তার আবু তালেবের মিটারে যা ইউনিট আছে তার চেয়ে ৩০০ ইউনিট বেশি ইস্যু করে বিল দেওয়া হয়েছে। যার বর্তমান মূল্য প্রায় ৩০০০ টাকা। তাছাড়া অপেক্ষাকৃত অসচেতন লোকদের অতিরিক্ত বিল কমিয়ে দেওয়ার কথা বলে খরচা(ঘুষ) চান অফিসের ছোট কর্তারা । অনেক গ্রাহকের অভিযোগ, মিটারের ইউনিট তুলতে মিটার রিডার আসে না। আন্দাজে মনগড়া ইউনিট বসিয়ে দেওয়া হয়। এভাবে গ্রাহকদের গলা কেটে বিল নেওয়ায় সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছে। অনেকে ক্ষুব্ধ হয়েছে। তাই সরকার ও ব্রাহ্মণবাড়ীয়া পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের বিনীতভাবে বলছি, বাড়িতে গিয়ে মিটার দেখে বিল করুন। অহেতুক গ্রাহকদের হয়রানি করবেন না। কারণ সবারই তো কাজ আছে।

এম.মনসুর আলী
অরুয়াইল বাজার,সরাইল,ব্রাহ্মণবাড়ীয়া
monsor.eza@gmail.com

SCROLL FOR NEXT