নাগরিক সংবাদ

ইচ্ছাকৃত সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে প্রথম আলো

Byকালবৈশাখী ঝড়

ছোট শিশুরা নিজেরা মারামারি করতে পারে, দুর্ঘটনা ক্রমে হাত ভাংতেই পারে। কিন্তু প্রথম আলো ইচ্ছাকৃত সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে। ফেবুতে পাকিস্তানির  স্ট্যাটাসটিকেই খবরের শিরোনাম দিয়ে দিল। ক্যালিফোর্নিয়া ওয়েক কাউন্টি পাবলিক স্কুলের বাসে ৬-৭ বছরের একদল শিশু নাকি জিসান নামে একজন একই বয়েসের একটি শিশুকে মুসলমান ধর্মের কারনে মেরেছে!
অদ্ভুত! লিখতে পারতো "ফেসবু্কে এক পাকিস্তানির অদ্ভুত দাবী। ৬-৭ বছরের কিছু শিশু মোসলমানকে আক্রমন"
(এই শিশুরা হিন্দু-মুসলিম পার্থক্য বুঝে!)

কিন্তু প্রথম আলো এটিকে শিরোনাম দিয়ে 'খবর' হিসেবে প্রতিষ্ঠা করলো-
"মার্কিন যুক্তরাষ্ট্রে সাত বছর বয়সী পাকিস্তানি বংশোদ্ভূত এক শিশুকে স্কুল বাসে তার পাঁচ সহপাঠী পিটিয়েছে। শুধু মুসলিম হওয়ায় পিটুনি খেতে হয়েছে"

খবরটির লিঙ্ক –
প্রথম আলো
ফলাও করে প্রকাশিত খবরটি সকাল ১১টার মধ্যেই সর্বোচ্চ পঠিত।

SCROLL FOR NEXT