নাগরিক সংবাদ

ঢাকা কলেজের শহীদ ছাত্রদের নাম ও ছবিতে বিভ্রাট

Byআবার আসিব ফিরে

মহান স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শহীদ ছাত্রদের নাম ও ছবিতে বিভ্রাটের চিত্র মিলেছে। ঢাকা কলেজের প্রশাসনিক ভবনে অবস্থিত অডিটরিয়ামের প্রবেশ দেয়ালেই মিলেছে এই বিভ্রাটের চিত্র। দেয়ালটিতে মহান স্বাধীনতা যুদ্ধের একটি পরিচিতি চিত্র তুলে ধরা হয়েছে। সেই চিত্রেই ঢাকা কলেজের শহীদ ছাত্রদের ছবি এবং ছবির নিচে নাম দেয়া হয়েছে। প্রথমে যে ছবিটি দেয়া হয়েছে তার নিচে শহীদ নজরুল ইসলfম লেখা থাকা সত্ত্বেও ছবিটি শহীদ নজরুল ইসলামের নয় ছবিটি শহীদ আব্দুস সবুর শিকদারের। ঠিক একই বিভ্রাট ঘটেছে শহীদ আব্দুস সবুর শিকদারের ক্ষেত্রেও। তাঁর নামের উপরে যে ছবিটি দেয়া হয়েছে তা মূলত শহীদ নজরুল ইসলামের।
ছবি বিভ্রাটের ঘটনাটি সম্পর্কে ঢাকা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফরহাদ আজিজ বলেন, শহীদ ছাত্রদের ছবিতে এরকম বিভ্রাট একটা লজ্জাজনক ঘটনা। দায়িত্বপ্রাপ্তদের উচিত হবে ভুলটি ঠিক করে নেয়া। ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে এই কলেজের শহীদ ছাত্ররা আমাদের গর্ব। তাদের বিষয়ে ঐকান্তিক থাকা উচিত কলেজ সংশ্লিষ্টদের।

এ ঘটনায় ঢাকা কলেজের উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
লেখক :  এস এম হৃদয় রহমান, গণমাধ্যমকর্মী।

SCROLL FOR NEXT