নাগরিক সংবাদ

জাবিতে চলছে র‌্যাগ ফিল্ম ফেস্টিভ্যাল

Byমো. খালেদুন

শিক্ষা জীবন শেষে 'র‌্যাগ ডে' উদযাপন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরা। এ উপলক্ষ্যে ক্যাম্পাসে ৩দিন ব্যাপী ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। ৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে।

ফেস্টিভাল চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রতিদিন বিকেল ২.৩০ টায়, ৫টায় এবং সন্ধ্যা ৭.৩০টায় সিনেমা প্রদর্শিত হবে।

২০০৯-১০ শিক্ষাবর্ষে ২০১০ সালের ২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় জীবন শুরু করে ৩৯তম ব্যাচের শিক্ষার্থীরা। শিক্ষা জীবন শেষ, এবার ক্যাম্পাস ছাড়ার পালা। তাইতো শুরু হয়ে গেছে র‌্যাগ ডে'র প্রস্তুতি। সরগম হয়ে উঠেছে জাকসু ভবন। প্রস্তুতি পর্বের প্রথম পদক্ষেপ এই ফিল্ম ফেস্টিভ্যাল।

ফিল্ম ফেস্টিভ্যালে যেসব সিনেমা দেখানো হবে-

৫ এপ্রিল (মঙ্গলবার):

  • Gods of Egypt
  • Kapoors and sons
  • মনের মাঝে তুমি

৬ এপ্রিল (বুধবার):

  • Mad Max
  • বিশ্বপ্রেমিক
  • 3 idiots

৭ এপ্রিল (বৃহস্পতিবার):

  • Dilwale
  • রাজকাহিনী
  • Fast & Furious 7

সকলে স্ব-বান্ধব আমন্ত্রিত।

SCROLL FOR NEXT