নাগরিক সংবাদ

আমরা স্বপ্ন দেখতে ভালবাসি (শুভ ২০১৬)

Byসাদিক মৃধা

বিশ্বায়নের দৌড়ে তাল মেলাতে পারছিনা ঠিকই কিন্তু আমরা থেমে নেই। বিন্দু বিন্দু সফলতার মধ্যে এমন কিছু সফলতা আছে আমাদের যা আর কারো নেই। ২০১৫ সাল আমাদের অনেক কিছু দিয়েছে। দেশীয় অর্থনীতিতে ব্যপক পরিবর্তনই কেবল সফলতা নয়। কিছু সফলতা গোপনে বিচরণশীল। জাহিদ হাসান তাপস আমাদের এমনই এক সফলতার রুপকার। ভরহীন কনার খুঁজ পেয়েছেন তিনি ২০১৫সালেই। এক অভিনব আবিস্কারে শ্রীপুরের সন্তান হয়ে গেল সারা পৃথিবীর সোনার ছেলে।
ক্রিকেট দুনিয়া কাঁপিয়ে দিল যে ছেলে মুস্তাফিজ তার দেখা মিলেছে ২০১৫সালেই। তার কল্যানেই সারা পৃথিবীর ক্রিকেটমুদির চোখ ফিরল আমাদের অঙ্গনে।কলসিন্দুর গ্রামের অদম্য মেয়েরা নাম লিখিয়ে এলো মহিলা ফুটবল সফলতার ইতিহাসের পাতায়।
যেমন সফলতার খবর আছে তেমনি আছে হতাশার খবরো। মুক্ত চিন্তার মানুষগুলোকে হারিয়েছি, পেট্রোল বোমার আঘাতে ঝলসে যাওয়া দেহের আর্তনাদ শোনেছি।
যে শিশুটি ভূমিষ্ঠই হয়নি তাকেও গুলি খেতে দেখেছি। সড়ক অব্যবস্থাপনার কবলে অসংখ্য প্রাণ ঝড়ে যেতেও দেখেছি।
এমন হাজারো প্রাপ্তি-অপ্রাপ্তির পরেও পরম শ্রদ্ধায় দেশীয় ভালবাসা পুতেঁ রাখা ১৭কোটি বাঙ্গালী নিয়ে আমরা স্বপ্ন দেখতে ভালবাসি। কি চ্যালেঞ্জ নিয়ে প্রমত্তা পদ্মার বুকে তৈরি হয়ে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পদ্মা সেতু ! কিছু দিনের মধ্যেই ঢাকার সড়কগুলোতে চলবে এলিভেটেড এক্সপ্রেস। কালিয়াকৈরে গড়ে উঠবে আইটি পার্ক। ঘরে ঘরে ঘরে নিরবচ্ছিন্ন আলো জ্বালাতে তৈরি হবে পারমানবিক বিদ্যুত কেন্দ্র। পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ হবে দেশ।
পররাষ্ট্রনীতিতে নতুন কর্মসূচী, নতুন চ্যালেঞ্জ যোগ হচ্ছে এ বছরই। ২০১৬সাল হবে আমাদের স্বর্ণসময়। শুরু হোক নতুন পথচলা।
——–সাদিক মৃধা,সংবাদ প্রতিদিন, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

SCROLL FOR NEXT