নাগরিক সংবাদ

মনুষত্য

Byজয় পাল

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মূলফটকের বাইরে লোকজনের ভিড় বাড়ছে।ফটকের ভেতরে অতীশ হলের সামনে ইফতারি বিতরণের আয়োজন চলছে।বড়সড় একটা টেবিলের ওপর ইফতারির প্যাকেট সাজানো।সামনে ইফতারি নিতে আসা মানুষের দীঘল সারি।একজন করে আসছেন, মহাবিহারের অধ্যক্ষের হাত থেকে ইফতারির প্যাকেট নিচ্ছেন।

এটা এখানকার প্রতিদিনের দৃশ্য। প্যাকেটে থাকে চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলাভুনা, শাহিজিলাপিওমুড়ি। প্রশংসনীয় উদ্যোগ।মানব সেবারচেয়ে বড় কোন ধর্ম নেই। দেখেই ভালো লাগছে। হতে পারি আমরা বিভিন্ন সম্প্রদায়ের কিন্তু আমাদের জাত কিন্তু এক। আমরা সবাই মানুষ। এই হচ্ছে আমার বাংলা| মানব সেবা-ই সবচেয়ে বড় ধর্ম।আর মানুষকে খুশি করার জন্য অথবা নিঃস্বার্থ ভাবে যা করা হয় তাই পূণ্যকর্ম। সবাই তো আল্লাহর সৃস্টি। উনি এতো সংকীর্ণনা, কেউ ভালো মনে দিলে তাতে হারাম হবে! বিশ্বাস করব যে, সব খাবার নিশ্চয়ই তাঁরই সৃষ্টি, তা বৌদ্ধ, হিন্দু আর যার কাছ থেকেই আসুক না কেন | মুসলমানের খাবার খেলে হিন্দুর জাত যেত, তাও অনেক-কাল আগে। ধর্মের জন্য মানুষ, মানুষের জন্যই ধর্ম! তোমার ধর্ম তুমি পালন কর , আমার ধর্ম আমি পালন করি।সবার উপরে মানুষ সত্য.. তাহার উপরে  নাই|

SCROLL FOR NEXT