নাগরিক সংবাদ

বাসন্তী পূজা মুক্তাগাছায়

Byমনোনেশ দাস


ছবি ক্যাপশন: মুক্তাগাছা (ময়মনসিংহ) মহারাজা রোডস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা
মুক্তাগাছায় অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা।ময়মনসিংহে মুক্তাগাছায় আনন্দঘন পরিবেশে শহরের মহারাজা রোডস্থ রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা । মানব জাতির সুখ, শান্তি ও মঙ্গলের জন্য বুধবার সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন ও পূজার মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয়েছে ১৪২১ বাংলা সনের বাসন্তী পূজা । মুক্তাগাছায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে বৃটিশ আমলেরও আগে থেকে ।

জানা যায়,বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা ।গতকাল বুধবার ২৫ মার্চ অনুষ্ঠিত হয় মহাষষ্ঠী , আজ ২৬ মার্চ মহাসপ্তমী ,২৭ মার্চ মহাঅষ্টমী , ২৮ মার্চ মহানবমী ও ২৯ মার্চ রবিবার দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তী হবে । দেবী দোলায় আগমন করবেন ও গজে গমন করবেন ।

শুক্রবার ২৭ মার্চ অষ্টমী উপলক্ষে বেগুনবাড়ি ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হবে স্নান উৎসব । এউপলক্ষ্যে নদ তীরে প্রতিবছরের ন্যায় এবারও বিশাল মেলার আয়োজন করা হয়েছে বলে মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন ।

SCROLL FOR NEXT