নাগরিক সংবাদ

বিএনপি’র আন্দোলন জনসমর্থনপুষ্ট!

Byমোঃ গালিব মেহেদী খান

যে দেশে আগুনে মানুষ পুড়িয়ে মারলে জনসমর্থন বাড়ে সে দেশের মানুষের পুড়ে মরাই উচিৎ!

বিএনপির জনসমর্থন না বাড়লেও কমেছে বলে মনে করিনা। যদি কমতো তাহলে ক্ষুদ্ধু মানুষ এতদিনে রাস্তায় বেড়িয়ে আসত। প্রতিবাদে উত্তাল হয়ে উঠত ঢাকা। হয়নি। তাঁর মানে মানুষের সহ্য ক্ষমতার এখনো অনেকটাই বাকি। অতএব বিএনপি আরও হত্যা, আরও ধ্বংসযজ্ঞ চালাতেই পারে।
যদি তাই না হবে এখনো কি করে বক্তারা টিভি টক শো'তে এসে প্রকাশ্যে পূর্বের আন্দোলন সংগ্রামের হত্যাকাণ্ডের তালিকা নিয়ে এসে বর্তমান সময়ে চালানো হত্যাকাণ্ডের তুলনামূলক আলোচনা করে একে জাষ্টিফাইয়ের চেষ্টা করার সাহস পায়।

আর এ সব দেখে বেগম জিয়া মুন্নি সাহার প্রশ্নের উত্তরে যখন বলেন, আন্দোলনের সফলতা মানুষের জনসমর্থন ! তখন আমি অন্তত তাকে বাস্তবতা বিবর্জিত বলে মনে করিনা।

SCROLL FOR NEXT