নাগরিক সংবাদ

ক্ষমতার অপব্যবহার

Byলিনা জাম্বিল

খুব জনপ্রিয় এ শব্দটি সবার কাছেই । ছোট বড় ছেলে মেয়ে নারী পুরুষ সবার কাছেই ক্ষমতা শব্দটি খুবই পরিচিত । ক্ষমতা কার না ভাল লাগে? আমি আমরা সবাই একটু যদি সুযোগ পাই এ ক্ষমতার ব্যবহার করতে দ্বিধাবোধ করিনা এতটুকুও । কিন্তু ক্ষমতার ব্যবহার মানেই সব যথাযথ ভাবে হচ্ছে তা বলা যাবেনা এবং যায়না । সুন্দর এবং ন্যায়সংগত ভাবে ব্যবহারের চেয়ে অপব্যবহারের মাত্রাটা অনেক বেশী সাধারন ভাবেই আমরা বলতে পারি । পেপার নিউজ মিডিয়া চ্যানেল অন লাইন সবখানেই ক্ষমতার অপব্যবহারের ছড়াছড়ি । যারা ক্ষমতার অপব্যবহার করে তারাও তো রক্ত মাংসের মানুষ, চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি সব কিছুই প্রকৃত মানুষ অথচ তাদের ক্ষমতার অপব্যবহার দেখলে মনে হবে মানব সন্তানের মধ্যে যে বিবেক থাকা দরকার তার এক বিন্দু পরিমানও নেই বরং পশুত্তবৃত্তির সব কিছু বিবেক বুদ্ধিতে জায়গা দখল করে এ নির্মশ কাজগুলো করতে কুন্ঠাবোধ করেনা । ন্যায় অন্যায় এর চেয়ে নিজের স্বার্থকে প্রাধান্য দেয়ায় একমাত্র কাজ তাদের । খুন রাহাজানি সমাজে বিশৃংখলা অনাচার, হিংসা বিদ্বেষ, কোলাহল অশান্তি সব কিছুর মূলেই ক্ষমতার অপব্যবহার ।

কে রোধবে ?? কিভাবে সমাধান হবে?? পথ জানা নেই —————–

SCROLL FOR NEXT