নাগরিক সংবাদ

শিক্ষা

Byমীর আশরাফ আলী

এমন শিক্ষিত হবার কোন দরকার নাই যে শিক্ষা নিতেই নিতেই মাথার চুলে পাক ধরে অথচ জীবনের সব কাজই পরে থাকে ! আমি মনে করি জীবনের প্রতিটা কাজই শিক্ষা , প্রতিটা বস্তু থেকেই শিক্ষা নেবার আছে কেউ তাকে শিক্ষা বলুক বা নাই বলুক তাতে কিছু আসে যায় না ! আমাদের এমন ভাবে শিক্ষিত হতে হবে যেন সাপ ও মরে আর লাঠি ও না ভাঙ্গে।

SCROLL FOR NEXT