নাগরিক সংবাদ

অবাঙালি/অবাংলাদেশি অন্তর্ভুক্ত হচ্ছে ভোটার তালিকায়?

Byমো. রহমত উল্লাহ্‌

বাংলাদেশের বিভিন্ন জেলায় চলছে ভোটার তালিকা হালনাগাতের কার্যক্রম। ০১ সেপ্টেম্বর ২০১৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০১৪ তারিখ পর্যন্ত চলার কথা এই কাজ। সমালোচনা হচ্ছে, রোহিঙ্গাসহ অনেক অবাঙালি/অবাংলাদেশি অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে ভোটার তালিকায়। এই দশদিনের জন্য না কি নতুন করে অন্য দেশ থেকে অনেক রোহিঙ্গা ও বিহারি (পাকিস্তানি/ভারতীয়) এসে অবস্থান নিয়েছে ভোটার কার্যক্রম চলমান এলাকায় অবস্থিত আত্মীয় পরিজনদের বা সমমনা সাথীদের বাসাবাড়িতে। এই সুযোগে অন্য দেশের জঙ্গীরাও ভোটার হয়ে যেতে পারে বাংলাদেশের। তাই এই সমালোচনার সত্য মিথ্যা যাচাই করে এখনি নেয়া উচিৎ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা।

SCROLL FOR NEXT