নাগরিক সংবাদ

বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির পদধ্বনি

Byমোঃ আমিনুল হক

প্রকৃতির স্বাভাবিক নিয়মানুসারে কোন স্থান শূন্য থাকে না। গণতন্ত্রের এই যুগে বিশ্বের সকল স্বাধীন দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠানিক বিকাশের স্বার্থে দেশের মানুষকে স্বাধীনভাবে মতামতবিষয়ে কাশের অধিকামধ্যে দিতে হবে । স্বাধীনভাবে রাজনীতি করতে দিতে হবে। পাকিস্তান আমলের মৌলিক গণতন্ত্রের কথা আমরা জানি । তখন গণতন্ত্র ছিলো নিয়ন্ত্রিত । একবিংশ শতাব্দীতে এসে আমরা নিয়ন্ত্রিত গণতন্ত্রের কথা ভাবতে পারি না। মুক্ত মনের মানুষ মুক্তভাবে মতামত প্রকাশ করবে, করতে পারবে । গণতন্ত্রের সৌন্দর্যতো মুক্ত স্বাধীনতা। বাংলাদেশের জনগণ সকল প্রতিবন্ধকতা দূরে রেখে বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশ দেখতে চায় ।
রাজনৈতিক দল সমুহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অপরিহার্য অনুসঙ্গ। বাংলাদেশের রাজনৈতিক দল সমুহের মধ্যে পারস্পরিক সন্দেহ ও অবিশ্বাস প্রকট। পারস্পরিক বিশ্বাস ও আস্থা না থাকায় যেকোন বিষয়ে দল সমুহের মধ্যে সমঝোতা হয় না। এতে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পায়। গণতন্ত্রের মনোভাব সম্পন্ন দলসমুহের মধ্যে সমঝোতা না হলে উগ্রপন্থী দলসমুহ মাথা চাড়া দিয়ে উঠবে।

SCROLL FOR NEXT