নাগরিক সংবাদ

শান্তির ধর্ম ইসলাম

Byবাঘের গর্জন

ইসলাম মানে শান্তি,ইসলামে অশান্তির কোন স্হান নাই। এই শান্তির ধর্মকে যারা ব্যবহার করে দিনের পর দিন মানুষের উপর অন্যায় করে চলেছে তাদের দুনিয়ায় শাস্তি অবধারিত। মৃত্যুর পরে কঠিন শাস্তি পেতে হবে,এতে কোন সন্দেহ নাই। ইসলাম সকল ধর্মের প্রতি অত্যন্ত যত্নশীল। ইসলামে আছে ধর্ম নিয়ে তর্ক-বিতর্ক করা যাবেনা। যারা ধর্মকে ব্যবহার করে উগ্রবাদ,সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, নারী ধর্ষন,গণহত্যা, ঘরবাড়ি জ্বালানো,মানুষের প্রতি জূলুম করবে,ইসলামে তাদের কঠিন শাস্তির বিধান রয়েছে।আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। এই অশান্তি সৃষ্টি কারী ব্যক্তি যদি ইসলামের অনুসারী হয় তাহলে বুজতে হবে সে ধর্মকে ব্যবহার করছে।

সে এই ধর্মকে কুলসিৎ করছে,সে হল ধর্ম ব্যবসায়ী। জামায়াত-শিবির হল একটি রাজনৈতিক সংগঠন,এরা বলে আমাদের ভোট দিলে জান্নাতে যাবেন। এর মানে তারা কি জান্নাতের মালিক,তারা চরম মিথ্যা বলছে,কারন জান্নাতের মালিক এক মাত্র আল্লাহ। তারা আল্লাহর সাথে শরীক করছে,ইসলামকে অবমাননা করছে,তাদের রুখে দিন,তাদের সকল আর্থিক প্রতিষ্ঠান বর্জন করুন। তাদের থেকে দুরে থাকুন। দেশকে ভালবাসুন,দেশের মানুষকে ভালবাসুন। মনে রাখবেন জামায়াত-শিবির একটি উগ্রবাদী রাজনৈতিক দল। এরা ক্ষমতার জন্য সবকিছু করতে পারে। কুরআন,রাসুল,ইসলাম,হাদীস সহ সবকিছু অবমাননা করতে পারে।

এদের সার্থে বেঘাত ঘটলে এরা হিংস্র দানব হয়ে যায়। এদের থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাযত করুন।

SCROLL FOR NEXT