নাগরিক সংবাদ

ধর্মকে কারো কাছে ইজারা দেয়া হয় নাই

Byমোঃ হাসেম

গনজাগরন মঞ্চ থেকে আমাদের ধর্ম বা নবী করিম (সঃ) এর প্রতি কোন ধরনের কটূক্তি করা হয় নাই। এখানে যারা এসেছেন তারা সিংহ ভাগই মুসলমান এবং মুসলমানের সন্তান।অনেকেই হয়তোবা,যারা তাদের নানান মতলব হাসিলে,ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেন, কার্যত তাদের চেয়ে অনেক বেশি মুসলমান তারা এমনটি করবেনা এবং করতে পারেনা। এখন শাহবাগের লক্ষ লক্ষ মানূষের মধ্যে বিচ্ছিন্নভাবে, বিভ্রান্ত কেউ যদি এমন কিছু বলেও থাকে ‌এর জন্য সারা দেশব্যপী মসজিদে মসজিদে এমন তান্ডব!!! এর জন্য সারা দেশব্যপী হরতাল !!!!! মসজিদ আমাদের সকলের। এই মসজিদ কি কোন মহলের রাজনৈতিক কার্যালয়??? কাউকে নাস্তিক বা কাফের বলার এই অধিকার এদের দিল কে??ধর্ম নিয়ে এমন নৈরাজ্য সৃষ্টির জন্য এমন অধিকার বা এমন লাইসেন্স তাদেরকে দিয়েছে এদেরকে ?? দেশের কোটি কোটি ধর্ম প্রাণ মানুষ কে এ ব্যাপারটি ভাবতে হবে।

SCROLL FOR NEXT