নাগরিক সংবাদ

দেশনেত্রীর দেশ বাঁচাও-মানুষ বাঁচাও শ্লোগান বিশ্বজুড়ে

By৯৭৭

এই হলো আমার চরিত্র। আমি ধরা পড়ে গেছি রঙ্গীলা জালে, তুমি যাইবা কেমনে, যাইবা কোন খানে।
১। যদি তাই হত, তাহলে দেশ নেত্রী ২০১২ইং সাল কিভাবে এতগুলি জেলা সফর করে নানাহ কথা বললেন। সাধারন পাবলিক শুনলো, দেখলো আপনার চেহারা।
২। যদি তাই হত, তাহলে গত চার বৎসর যাবৎ একটা বোমাও তো ফুটলো না। কোথায় গ্রেনেড হামলা বা দশ ট্রাক অস্ত্রর মত অবৈধ অস্ত্র অনু প্রবেশ ঘটলো না।
৩। দেশ নেত্রী- মন খারাপ করবেন না, উকিল নোটিশ কাজে আসবে? সত্য কি প্রকাশ করা যায় না। কোথা থেকে আসছে লন্ডন চিকিৎসা/থাকা/খাওয়ার খরচ?
৪। যদি তাই হত, তাহলে তো অনেক আগেই দেশ নেত্রী দেশ ত্যাগ করতেন। কেননা, ফেনী চলে গেছে ভারতের কাছে, মসজিদে ধ্বনিত হচ্ছে উলু ধ্বনি, বিজাতীয়রা আছে আতন্কে, জম্ম নিয়েছে জেএমবি? হত্যা করেছে নিরীহ অনেক লোককে যার কান্না আজও বয়ে চলছে চোখ দিয়ে অবিরত।
৫। দেশ নেত্রীর চট্রগ্রামের ভাসণ- যুদ্ধ অপরাধী বানিয়ে যাদেরকে আটকে রাখা হয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। ভিলেন সালাউদ্দিন কাদের উক্তি- জানতাম "কুকুর লেজ নাড়ে, এখন লেজে কুকুর নাড়ে" কিংবা "হাসিনা আমাকে গ্রেপতার করলে চট্রগ্রাম অচল হয়ে যাবে" কত বড় দাম্ভিকতার কথা।
৬। যদি তাই হত, দেশ নেত্রী- শুরুতেই, ইঞ্জিনিয়ার ইনন্টিটিউটে– সংবিধান ছুড়ে ফেলে দেবার মত কথা বলতে পারতেন না।
৭। যদি তাই হত, দেশ নেত্রী "এখন ক্ষমতার মোহ থাকতো না"- যে ভুল ক্রটি ক্ষমা করে আমাকে আর একবার সুযোগ দিন, বদলে দিব। কি বদলে দিবেন। বদলে দেওয়া শুরু হয়ে গেছে, যা প্রকাশ হল দি ওয়াশিংটন টাইমসে।
নিজের বিবেক বলতে কি কিছু আছে? আছে কি এক বিন্দু দেশ প্রেম? কিসের দেশ নেত্রী ? কি ভাবে তিনি নিজেকে দেশ নেত্রী বলেন ?

SCROLL FOR NEXT