নাগরিক সংবাদ

পার্বত্য চট্টগ্রামে কোনো কিছু ঘটলেই কি বাড়িঘরে আগুন জ্বালাতে হবে? সাম্প্রদায়িকতার বিষবাষ্প জাগাতে হবে?

Byমিঠুন চাকমা

পার্বত্য চট্টগ্রাম বোধকরি আরো উত্তপ্ত হচ্ছে! খবরের শিরোনামে আসছে!

কিছুক্ষণ আগের ঘটনা। মাত্র ঘন্টা দুয়েক আগে (ঘটনার তারিখ সময়ঃ ২৫ জানুয়ারি, ২০১৩ আনুমানিক রাত ৮.০০টা )খাগড়াছড়ির জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক ইট ভাটায় এক শ্রমিকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ও দুইজনের আহত হবার ঘটনাকে কেন্দ্র করে আবার পাহাড়িদের বাড়িঘরে আগুন লাগানো হয়েছে এবং হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

মাটিরাঙ্গা উপজেলার হরিধন কার্বারী পাড়া ও খেদাছড়ার কয়েকটি পাহাড়ি গ্রামে হামলা করা হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এসবের প্রেক্ষিতে আমার প্রশ্ন, কেনো কিছু হলেই কি বাড়িতে আগুন লাগানোর জন্য দৌড়াতে হবে? কোনো কিছু হলেই কি সাম্প্রদায়িক হাঙ্গামা বাঁধাতে হবে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প জাগাতে হবে? কে তা করে? কে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ায়?

কাউখালী উপজেলায় যখন ২১ ডিসেম্বর, ২০১২ তারিখ থুমাচিঙকে খুন ও ধর্ষন করা হলো তখন তো এমন ঘটনা ঘটেনি!?

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব কার বেশী?

SCROLL FOR NEXT