নাগরিক সংবাদ

মিডিয়া স্কুল, একটি চ্যালেঞ্জ

Byমিডিয়া স্কুল

বাংলাদেশে টেলিভিশন চ্যানেলগুলোতে কাজ করার জন্য প্রফেশনাল কোন ইনিস্টিটিউট এখনো গড়ে উঠেনি। যা আছে তা হয়তো আবার একটা দুইটার মধ্যেই সীমাবদ্ধ। সেই শূন্যতা পূরণের জন্য রাজধানী ঢাকার পান্থপথে গড়ে তোলা হয়েছে এমনি এক স্কুল।

দেশের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করা প্রতিশ্রুতিশীল কয়েকজন মিডিয়াকর্মী এর উদ্যোক্তা।

"মিডিয়া স্কুল" নামে প্রতিষ্ঠানটি চলতি বছরেরর পহেলা আগস্ট উদ্বোধন করা হয়।

বর্তমানে দেশে ৩০টি টিভি চ্যানেল। যারা এই পেশায় কাজ করতে চান 'মিডিয়া স্কুল' তাদেরকে প্রফেশনাল প্রশিক্ষন দিয়ে কয়েক মাসের মধ্যেই গড়ে তুলবে একজন …টিভি মেকার।

১. চিত্র সম্পাদনা বা ভিডিও এডিটিং: বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রি দিন দিন ক্রমশ বড় হচ্ছে। ফলে এই সেক্টরে কাজের সুযোগ বাড়ছে। একটি দক্ষ ভিডিও এডিটর হবার প্রশিক্ষণ দেয়া হয় এই স্কুলে।

এছাড়া যা যা থাকছে

২.গ্রাফিক ডিজাইন:
৩.ফটোগ্রাফি
৪.সংবাদ উপস্থাপনা
৫. টিভি অনুষ্ঠান নির্মাণ
৬. চিত্রগ্রহণ
৭.ডিজে কোর্স
৮.অভিনয়

যোগাযোগ-
মোবাইল নাম্বর- ০১৭৬৩৬৩৮২৮২, ০২-৯১০১৩২০, ০২-৯১০১৩২১

SCROLL FOR NEXT