নাগরিক সংবাদ

ইন্টেল তার ‘এটম জি৬৭০’ প্রোসেসর নিয়ে ট্যাবলেট মার্কেটে প্রবেশ করছে

Byমোঃ শফিউল আলম চৌধূরী


ইন্টেল এবার তাদের জি৬৭০ সিরিজের প্রোসেসর নিয়ে ট্যাবলেট মার্কেটে প্রবেশ করতে যাচ্ছে। ইন্টেলের পক্ষ থেকে বলা হয় যে আগামী মাসের শেষ দিক থেকে ট্যাবলেট পিসি এবং অন্যান্য পোর্টবল ডিভাইসে তারা এই মাইক্রোচিপটি বসানো শুরু করবে।

লেনোভো, আসুস, ফুজিৎসুর মত বড় বড় প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট গুলি এই প্রসেসর দিয়ে তৈরী করার জন্য সম্মত হয়েছে। এই প্রোসেসরটি ব্যাটারির ক্ষমতা এবং মাল্টিমিডয়ার পারফরমেন্সকে বাড়াবে বলে আশা করা হচ্ছে।

আসুসের EeePad টি এই প্রোসেসর সমৃদ্ধ হবে যাতে চলবে উইন্ডোস ৭, এবং লেনোভোর Ideapad Slate এবং Samsung Series 7 tablet এও এই ফিচার থাকবে।

এখন দেখা যাক বাংলাদেশে কবে পাওয়া যায় এবং এর দাম কত হয়।

SCROLL FOR NEXT