নাগরিক সংবাদ

ইউ টিউব কি সত্যিই নিষিদ্ধ?

Byundefined

কয়েকদিন আগে পত্রিকা মারফত জানতে পারেছিলাম যে বাংলাদেশে ইউটিউব নিষিদ্ধ করা হয়েছে। কি কারনে করা হয়েছে সেটা সবাই জানেন। এরপর আমি পরীক্ষামুলক ভাবে ইউটিউবে লগ ইন করতে গিয়ে দেখলাম, সত্যি সত্যি ইউ টিউবে ঢোকা যাচ্ছে না। কিন্তু পরদিনই সন্ধ্যা বেলায় দেখলাম দিব্যি ইউ টিউবে ঢোকা যাচ্ছে। আক্কেল গুরুম। পরদিন আবার দেখি লগ করা যাচ্ছে না। আবার গতকাল সন্ধায় আমি ১-২ ঘন্টা ইউ টিউব ব্যবহার করেছি। এই মুহুর্তে আবার পারছি না। আমার স্ক্রিন শট দেখুন।

তার মানে কোথাও কিছু একটা ঘাপলা আছে মনে হচ্ছে। আমার অভিজ্ঞতায় বলছি – ইউটিউবে দিনের বেলা লগ ইন করা যায় না, কিন্তু সন্ধার পর লগ ইন করা যাচ্ছে।
কেউ কোন তথ্য দিয়ে সাহায্য করবেন কি?
মুল লেখাটি আপলোড করেছিলাম দিনের বেলায়। এখন রাত ৮ টা। দিব্যি ইউ টিউবে লগ ইন করা যাচ্ছে। স্ক্রিন শট দেখুন।

২৩ সেপ্টেম্বর ২০১২ তারিখ রাত ৮ টা ০৯ মিনিটে ইউটিউবে নায়াগ্রা জলপ্রপাতের ভিডিও
SCROLL FOR NEXT