নাগরিক সংবাদ

যুবক নিয়ে কালের কন্ঠের রিপোর্ট ও কিছু প্রশ্ন

Byআতাস্বপন

যুবক নিয়ে গত কালকের কালের কন্ঠে একটা নিউজ হয়েছে। তাতে যুবকের এ পর্যন্ত যে সম্পত্তিগুলো বিক্রি হয়েছে ও আছে তার একটা তালিকা দেয়া হয়েছে। আমার জানামতে ঐ তালিকায় ধানমন্ডির বাড়ীর নাম নেই। নাম নেই যুবক ফোন এবং আর টিভির। আমার জানামতে এ সম্পত্তিগুলোর সাথে জড়িত সরকারের বড় বড় আমলা, বেঙ্গলগ্রুপ আর মেজর মান্নান। কালেরকন্ঠ হাঠাৎ তাদের স্বার্থ রক্ষায় এতো তৎপর হলো কেন বুঝতে পারলাম না। একটি রিপোর্ট করলে তা পক্ষাপাতিত্তের উর্ধ্বে থাকতে হবে। কিন্তু এক্ষে সম্পূর্ণরূপে তাদের ইগনোর করা হয়েছে।

প্রশ্ন:
1। ধানমন্ডির বাড়ী যুবকের বিক্রীত সম্পত্তি। যা 2010 সালে সরকারী দলিয় জাহাঙ্গীর কবির নানক আর মির্জা আজম এর কছে বিক্রি করা হয়। তবে কি সরকারকে খুশি রাখতে এ ইগনোর?
2। যুবকের আর টিভি । যা মইনু আর ফখরউদ্দিন সরকারের আমলে বেঙ্গল গ্রুপ বেদখল করে। কালের কন্ঠ কি তবে তাদের ভয় পাচ্ছে?
3। যুবক ফোন । এটি ঢাকা ব্যাংক এর ঋণ ষড়যন্ত্রের স্বীকার হয়ে বর্তমানে মেজর মান্নানের দখলে। কেন এই তথ্যগুলো কালেরকণ্ঠ ইগনোর করে গেল?

এগুলো তো যুবকের সম্পত্তি। যতই সরকারী বা প্রভাবশালী মহল এগুলো ভোগ করুক। এসব বিষয়ে নিরপেক্ষ সংবাদ প্রকাশ না করে পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশনের হেতু কি?
আশা করি এ বিষয়ে কালের কন্ঠ পত্রিকায় ভবিষ্যতে নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হবে।

SCROLL FOR NEXT