নাগরিক সংবাদ

অত্যাচারীর অত্যাচার ও আমাদের ব্যর্থতা

Byসুকান্ত কুমার সাহা

অত্যাচারীরা বেশি দিন টেকে না! কথাটা সত্য হলেও, অত্যাচারীরা যখন অন্যের বা দুর্বলের উপর অত্যাচার করে তখন কথাটা তাদের মনে থাকেনা। মনে পরে তখন, যখন অত্যাচারীরা তাদের কর্মে'র ফল কড়ায়-গণ্ডায় পায়। এরাও পাবে ! মধ্য থেকে পার্থ সাহা ও লিমনের মত সাধারণ মানুষগুলো বারবার কষ্ট পায়। অচিরেই আমরা দেখতে পাব এইসব খারাপ, দুষ্ট ও অত্যাচারী মানুষগুলো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর দ্বারে-দ্বারে কাঁদছে !

আমাদের মনে রাখতে হবে এই কান্না নিছকই অভিনয়! সহজ ভাবে বলা যায় শয়তানি অভিনয়! ওদের কান্না দেখে ভুললে চলবে না। ওরা কিন্তু আমাদের এই ভুলে যাওয়ার সুযোগটাই বারবার নিচ্ছে এবং একে অপরে পালাবদল করে অত্যাচার করছে।
আমদের দুর্ভাগ্য আমরা বারবার ভুল করছি এবং ওদের সুযোগ দিচ্ছি।

SCROLL FOR NEXT