নাগরিক সংবাদ

এনালগ গল্পের ডিজিটাল ভার্সন

Byশওকত আলি

নির্বাচনী জনসভায় রেলওয়ের নেতা বলছেন, ভাই ও বোনেরা আপনারা জানেন আমাদের দেশের সরকারের টাকার বড় অভাব যার কারনে দেশের রেলওয়ের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না তাই রেলওয়ের উন্নয়নের জন্য ভাড়া বাড়ানো হবে । তা না হলে ভবিষতে আপনাদের যাতায়াত সমস্যার কারনে জীবনে বেঁচে থাকার আশা চার আনাই শেষ হয়ে যাবে।

এবার গ্যাস নেতার পালা।তিনি বলছেন সরকারের কাছে টাকা না থাকলে কি হবে,পাবলিকের কাছে অনেক টাকা তারা ঘর বাড়ী করেছে তাদেরকে গ্যাস দিতে হবে,কারখানায় দিতে হবে, সারের জন্য দিতে হবে। অতএব এত সব উন্নয়নের জন্য গ্যাসের দাম বাড়ানো হবে। না বাড়ালে আপনাদের জীবন আট আনাই হরাম হয়ে যাবে।

এরপর বিদ্যুৎ নেতা। তিনি বললেন সরকারের টাকা নাই বলে বিদ্যুৎ উৎপাদন তো বন্ধ রাখা যাবে না। বিদ্যুৎ না থাকলে সারা দেশ অচল হয়ে পড়বে। অর্থনীতির চাকা বন্ধ হয়ে যাবে।উন্নয়ন বন্ধ হয়ে যাবে। তাই জনগনের স্বার্থে বিদ্যুতের দাম বাড়ানো হবে। বিদ্যুৎবিহীন মানব জীবন বারো আনাই মৃত।

জনগন কিছু বলতে পারে না।করতে পারে আর ভাবতে পারে। জনগন ভাবছে। নেতাজিরা, আগামি নির্বাচনে আপনাদের অবস্থা ষোল আনাই ছ্যাড়াব্যাড়া।

SCROLL FOR NEXT