নাগরিক সংবাদ

শুধু অর্থদণ্ড নয় কারাদণ্ডের বিধানই পারবে পাবলিক প্লেসে ধুমপান বন্ধ

Byআবু আলী

প্রকাশ্যে জনবহুল স্থানে (পাবলিক প্লেসে) ধূমপানের শাস্তি ৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করতে আইন সংশোধনের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১২' এর খসড়ায় এই নীতিগত অনুমোদন দেওয়া হয়। খবর বিডি নিউজ। পাবলিক প্লেসে ধূমপান করায় জরিমানা ˜িগুণ করে খুব লাভ হবে বলে মনে হয় না। কেননা, ১০০ টাকা অর্থ দণ্ড কোন ঘটনাই নয়। তাও আবার এর সঠিক বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে। কেননা, বিদ্যমান ৫০ টাকা জরিমানা বিধানই সঠিকভাবে পালন করতে দেখা যায় না। অনেক সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পাবলিক প্লেসে ধূমপান করতে দেখা যায়। তারপরেও মনে হয়, শুধু অর্থ জরিমানা না করে কারাদণ্ডের বিধান রাখা দরকার। ১০০ টাকা জরিমানা একদমই সহজ ব্যাপার। এর চাইতে কারাদণ্ড হলে সংশ্লিষ্ট ব্যক্তি অপমানে আর আইন ভঙ্গ করতে যাবেন না।

পাবলিক প্লেসের মধ্যে রয়েছে- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, খেলার মাঠ, বিভিন্ন অফিস, বিপণী বিতান, বাজার, জনসমাবেশ, মেলা, বাসস্ট্যান্ড এবং বাসযাত্রীদের দাঁড়ানোর লাইন ও পাবলিক টয়লেট।

SCROLL FOR NEXT