নাগরিক সংবাদ

শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের জানাযায় লাখো মানুষ

Byমুহাম্মদ আজিজুর রহমান

বাংলাদেশের বরেন্য আলেম , হাদীসের বিশারদ শাইখুল হাদীস আল্লামা আজিজুল হকের নামাজের জানাযায় লাখো মানুষের বেশী মুসল্লী অংশগ্রহন করে। গতকাল বেলা ১২.৩০ মিনিটে তিনি ইন্তকাল করেন। বেলা ১১টায় জাতীয় ঈদগায় তার নামাজের জানাযার সময় স্থির ছিল তবে বিভিন্ন জায়গা থেকে তখনো লোক আসতে থাকায় তা শুরু হয় বেলা ১১.১৫ মিনিটে। অনেকে সঠিক সময়ে জানায়ায় উপস্থিত হতে পারেনি তাই জানাযা যখন শেষ হয় তখনো অনেক কে জানাযার দিকে আসতে দেখা যায়। তেমন কেনা প্রচারনা ছাড়াই তার নামাজে জানায়ায় এত বিপুল লোকের অংশ গ্রহন সত্যি মানুষকে আলোড়িত করেছে। গত ষাট বছর যাবত তিনি হাদীসের শিক্ষা দিয়ে আসছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসায় যেমন শিক্ষকতা করেছেন তেমনি অজস্র মাদ্রাসা এবং মসজিদ তৈরি করেছেন। তার পরিবারে তার ছেলে, মেয়ে, নাতি, নাতনী মিলিয়ে প্রায় শাতাধিক পবিত্র কোরআনের হাফেয আছে। আসুন আমরা সবাই তার রুহের মাগফেরাত কামনা করে তার জন্য দোয়া করি যেন মহান আল্লাহ তার ভূল ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতে স্থান দেয়।

SCROLL FOR NEXT