নাগরিক সংবাদ

ঢাকামুখী মানুষের স্রোত আমাদের জন্য কতটা সুখবর বয়ে আনবে?

Byলুৎফর রায়হান

ঢাকা বাংলাদেশের প্রাণ। রাজধানী ঢাকাকে ঘিরে বাংলাদেশের যাবতীয় কাজকর্ম সম্পাদিত হয়। রাজনৈতিক, অথনৈতিক, সাংস্কৃতিক সবধরণের কাজকর্মের কেন্দ্রবিন্দু এই ঢাকা -সংক্ষিপ্ত কথায় বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য ঢাকাকে নিরাপদ রাখা অত্যন্ত জরুরী। কিন্তু দিনে-দিনে ঢাকা দেশের অর্থনৈতিক চালিকাশক্তির একমাত্র ভরসা হওয়ায় নানা সমস্যায় পড়ছে আমাদের প্রিয় ঢাকা শহর । একটা পরিসংখ্যান থেকে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যায় ৷ বাংলাদেশের মোট জনসংখ্যা 162,221,000 কোটি ৷যার মধ্যে জন লোকের বাস রাজধানী ঢাকা শহরে ৷বিশ্বের জনসংখ্যার দিক থেকে বৃহৎ শহরগুলোর মধ্যে সপ্তম এছাড়া প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে পরিসংখ্যানের তালিকা ৷ ভূমিকম্পের দিক থেকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূণ হওয়ায় জনসংখ্যার বাড়তি চাপ রাজধানীর জন্য কতটা হুমকির তা সহজেই অনুমেয় ৷ জাপানের ১১ তারিখের ভূমিকম্প আমাদের জন্য অভিজ্ঞতার হতে পারে ৷

SCROLL FOR NEXT