নাগরিক সংবাদ

জাহাজ নির্মাণে বাংলাদেশ এবং ওয়েস্টার্ন মেরিন

Byআবদুল হাকিম

বাংলাদেশ জাহাজ নির্মাণক্ষেত্রে সফলতা অর্জনের পথে। গতকাল ওয়েস্টর্ন মেরিন জার্মানির একটি জাহাজ কোম্পানিকে দুটি জাহাজ হস্তান্তর করেছে। এই জাহাজ দুটি সাগরে বরফ কেটে চলতে সক্ষম। জাহাজ দুটি নির্মাণে খরচ হয়েছে ১৬০ কোটি টাকা। ওয়েস্টর্ন মেরিন ২০১২ সালের মধ্যে মোট ১২ টি জাহাজ হস্তান্তর এর চুক্তি করেছে। যার মোট ব্যয় ৯৬০ কোটি টাকা ।

ওয়েস্টার্ন মেরিনের কর্মকর্তা বলেছেন আগের দুইটি জাহাজে ৩৯ জন বিদেশি এক্সপার্ট কাজ করেছেন। যেখানে বর্তমান দুটি জাহাজে কাজ করেছেন মাত্র ১৫ জন। এর মাধ্যমে জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাচ্ছে।

———————————–
খবর সূত্র

SCROLL FOR NEXT