নাগরিক সংবাদ

পদ্মা সেতু সমাচার ও একটি ব্যবসা পরিকল্পনা…

Byকাজী মুরাদ

দীর্ঘদিনের প্রবাস জীবনের সমাপ্তি টানিয়া সম্প্রতি দেশে ফিরিবার সিদ্ধান্ত লইয়াছি।

দেশে ফিরিয়া কি ধরনের ব্যাবসা বানিজ্য করিবো তাহা লইয়া শুভানূধ্যায়ীদের সাথে বহু আলাপ আলোচনা করিয়া এবং নিজে অনেক বিনিদ্র রজনী পার করিয়াও কোনো সিদ্ধান্ত লইতে পারিতেছিলামনা।

হঠাৎ বিডি নিউজ ব্লগে সত্যকথকের পদ্মা সেতু সমাচার পোষ্টটি পড়িতে গিয়া এবং মন্তব্যকারীদের মন্তব্য দেখিয়া আমার দিব্য চক্ষু খলিয়া গেলো 'ইউরেকা' পাইয়াছি…. দেশে ফিরিয়া বস্তা কেনাবেচার ব্যাবসা খুলিবার সিদ্ধান্ত লইলাম।

নিজের রুজি রোজগারের সাথে সাথে পিঠ বাঁচাইবার জন্য যাহারা চিন্তিত তাহাদের রক্ষা অর্থাৎ আর্ত-মানবতার সেবাও হইলো।
বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি অনুযায়ী ব্যাবসা ভালো হইবে বলিয়া আশা করিতেছি।

সারা বৎসর ধরিয়া বেচা কেনা যাহাই হউক না কেনো স্টক রাখিতে পারিলে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে প্রতি পাঁচ বৎসরে একবার যে বাম্পার সেল হইবে তাহাতে কোনই সন্দেহ নাই।

মন মেজাজ ফুরফুরা করিয়া দেশে ফেরার তোড়জোড় করিতেছি সেই সাথে আরো একটা কথা ভাবিয়া মনটা বেশ উৎফুল্ল হইলো ব্যাবসা হউক বা না হউক নিজের পিঠ বাচাইবার জন্য তো আর অন্যের নিকট যাইতে হইবে না প্রয়োজনে গুদাম হইতে শক্ত ও মজবুত দেখিয়া যতখানা দরকার পিঠে বাধিয়া লইবো। নিজের ব্যাবসা! না করিবে কে?

ধন্যবাদ সবাইকে বিশেষ ভাবে সত্য কথক জাহেদ, ও হৃদয়ে বাংলাদেশ চমৎকার এই বিজনেস প্ল্যানটার জন্য।

SCROLL FOR NEXT