নাগরিক সংবাদ

শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষন

Byকামরুল জবি

আমরা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এম.ডি.পি আর্দশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯৩ সালে , কিন্তু ১৯ বছর পেরিয়ে গেলে ও আজও মেলেনি মাধ্যমিকের পূর্ণ এমপিওভুক্তকরন। প্রতিষ্ঠার শুরু থেকে প্রতিবছর এ স্কুলের শিক্ষার্থীরা আশপাশের স্কুলের চেয়ে খুব ভালো রেজাল্ট করে আসছে। উপজেলার মধ্যে একবার প্রথম স্থানসহ প্রতিবারই পাঁচের ভেতর রেজাল্টের দিক থেকে এ স্কুলের নাম আসে। অথচ এ স্কুলটির একাডেমিক ভবন নেই বললেই চলে, প্রতিবছর ঝড়ে স্কুলটি অবস্থা আরো জর্জরিত হয়ে পড়ে, এ অবস্থায় শিক্ষার্থীরা ক্লাস করতে পারে না। প্রতিবছর অন্তত ১ মাস বন্ধ থাকে শুধু ঝড়ে ভাঙনের কারনে। তারপর নেই পর্যাপ্ত শিক্ষক। একজন বি.এস.সি শিক্ষক পদার্থ,রসায়ন,গণিত,উচ্চতর গণিত এই সবগুলো ক্লাস নেয়। অথচ এ স্কুলের উপর নির্ভর করে আছে আশপাশের তিনটি গ্রামের দরিদ্র মানুষের ছেলে মেয়ের ভবিষৎ। শিক্ষামন্ত্রী সমীপে বিনীত অনুরুধ এই যে, স্কুলটির মাধ্যমিকের পূর্ণ এমপিওভুক্তকরন করে আমাদের অভিভাবকত্ব গ্রহন করে।

SCROLL FOR NEXT