নাগরিক সংবাদ

কোলকাতায় ইলিশ

Byখান সোবহানী

জামাইষষ্ঠী কে সামনে রেখে কোলকাতায় ১৫ মেট্রিক টনের প্রথম ইলিশের চালানটি পৌঁছে গেছে বাংলাদেশ থেকে। আগামী শনিবারের মধ্যে পৌঁছে যাবে আরও ২৫০ মেট্রিক টন। কলকাতার "দৈনিক বর্তমান" এর তথ্য মতে মুখ্যমন্ত্রী মমতার ইচ্ছাতেই জামাই ষষ্ঠীর আগে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা হল। কলকাতার বাজারে ইলিশের মূল্য ৩০০-৫০০ টাকা কেজি। যেখানে আমাদের দেশের বাজারে ১০০০-১৩০০ টাকা কেজি। মূল্য নাগালের বাইরে চলে যাওয়ায় আমাদের দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা বছরে একদিন ইলিশের স্বাদ নিতে পারেনা আর আমাদের দেশের মাছ অর্ধেক দামে বিক্রি হয় বাইরের দেশে।

আমাদের দেশের বাজারে জাতীয় মাছের সংকট চলে আর অন্য দেশের বাজারে টন টন ইলিশ যায়। কি আর করা, দিদি চেয়েছে, না দিয়ে কি পারা যায়! দিদি আমাদেরকে তিস্তার জল দিতে না পারে তো কি হইছে আমরা ঠিকই মাছ দিব ।

SCROLL FOR NEXT