প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে শুক্রবার সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ।

|

ছবি: পিআইডি

)<div class="paragraphs"><p>প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে শুক্রবার সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ। </p></div>
বাংলাদেশ

বিমান যোগাযোগ সম্প্রসারণে সহযোগিতা চায় ইউএই

Byনিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিমান যোগাযোগ সম্প্রসারণে সহযোগিতা চেয়েছেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েগ।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতকালে তিনি এ সহযোগিতা চান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকায় চলমান আইওআরএ মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপলক্ষে বাংলাদেশ সরকারের উষ্ণ আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সায়েগ।

তিনি বলেন, বাংলাদেশের সভাপতিত্বে আইওআরএ আরও `সংহত ও কার্যকর’ হবে বলেই তিনি আশা করেন।  

আগামী বছর ইউএই কপ-২৮ আয়োজন করবে জানিয়ে তিনি বাংলাদেশকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন। 

দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো ২০২০-তে সংযুক্ত আরব আমিরাতের চমৎকার আয়োজনের প্রশংসা করেন শেখ হাসিনা।

ইউএই প্রতিমন্ত্রী বলেন, “সংযুক্ত আরব আমিরাত ম্যানগ্রোভ উদ্যোগ, বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি, ভাসমান সৌরশক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি এবং বিনিয়োগ সংক্রান্ত জোটের জন্য বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করতে আগ্রহী।”

আগামী দিনে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

SCROLL FOR NEXT