ফাইল ছবি

)<div class="paragraphs"><p> ফাইল ছবি</p></div>
বাংলাদেশ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সঙ্কেত

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টিপাতের প্রবণতা বাড়ারও আভাস রয়েছে।

সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ৮০ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের প্রবণতা থাকায় তিন দিন ধরে রাজশাহী, রংপুর, নীলফামারী ও সিলেট বয়ে যাওয়া তাপপ্রবাহও কেটে গেছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সুস্পষ্ট লঘুচাপটি ওড়িষা ও পশ্চিমবঙ্গ উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংবেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

SCROLL FOR NEXT