বাজেট ২০১০-১১

'বাজেট থিওরিটিক্যাল হয় বলে বারবার হোঁচট খাচ্ছি'

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, জাতীয় বাজেট থিওরিটিক্যাল হয় বলে বারবার একই ধরণের চিন্তা প্রতিফলিত হওয়ায় আমরা বারবার হোঁচট খাচ্ছি।
রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।
আমলতান্ত্রিক বাজেটের পরিবর্তে জনগণের অংশগ্রহণমূূলক বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নের আহবান জানান তিনি।
শওকত আলী বলেন, "বর্তমানে বাজেট প্রণয়নে আনুষ্ঠানিকতা ছাড়া জনগণের প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ নেই। বরং জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি নয় এমন লোকেরা বাজেট তৈরি করে এবং তাদের দ্বারা বাস্তবায়ন হয়।
"বাজেট প্রণয়নের আগে তৃণমূল জনগণের সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।"
সুপ্র'র চেয়ারপার্সন আবদুল আউয়ালের সভাপতিত্বে আলোচনায় মো. ফজলে রাব্বী মিয়া এমপি, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আবদুল মান্নান, পিকেএসএফ'র চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদ, তথ্য কমিশনার ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. পিয়াস প্রমুখ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১২ ঘ.
SCROLL FOR NEXT