বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের অর্থমন্ত্রীর সাক্ষাৎ

Byজ্যেষ্ঠ প্রতিবেদক

তার সঙ্গে আলোচনায় ভুটানের ভবিষ্যৎ জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে বিনিয়োগ, ইকুইটি শেয়ারিং বা সরাসরি বিদ্যুৎ কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

গণভবনের বৃহস্পতিবার সকালে ভুটানের অর্থমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জলবিদ্যুৎ সহযোগিতার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের জলবিদ্যুতের যে সম্ভাবনা রয়েছে, তা বাংলাদেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করতে পারবে।

তিনি প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি উপ-আঞ্চলিক যোগাযোগের ওপরও গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যোগাযোগ চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই চুক্তি চার দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

ভুটান ও নেপাল যেন বাংলাদেশের সৈয়দপুরকে আঞ্চলিক বিমানবন্দর হিসাবে ব্যবহার করতে পারে সেজন্য অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে বলেও লিয়নপে দরজিকে জানান শেখ হাসিনা।

ভুটান ও নেপাল বাংলাদেশের চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর ব্যবহার করতে পারে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রথম দেশ হিসাবে বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

ভুটানের অর্থমন্ত্রী দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদারের আশা প্রকাশ করেন।  

 নিজ দেশের রাজা ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ হাসিনাকে ভুটান সফরের আমন্ত্রণও জানান তিনি।

বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও অর্থ সচিব মাহবুব আহমেদ।

SCROLL FOR NEXT