বাংলাদেশ

সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

Byসিলেট প্রতিনিধি

মঙ্গলবার দুপুরে করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলামের নেতৃত্বে শহরের জল্লারপাড় এলাকার বলরাম খালের পাশে কয়েকটি অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হয়।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা এনামুল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ শহরের ওপর দিয়ে ছোট-বড় ২৬টি ছড়া সুরমা নদীতে মিশেছে। নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এসব খাল ও ছড়ার ওপরই নির্ভর করে।

“কিন্তু এসব ছড়া ও খালের উপর প্রায় এক হাজার ৫৯টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ফলে পানির প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।”

পর্যায়ক্রমে অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান।

SCROLL FOR NEXT