বাংলাদেশ

৯ অঞ্চল থেকে হবে শিক্ষকদের এমপিও

Byনিজস্ব প্রতিবেদক

এখন থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা শিক্ষা অঞ্চল থেকে এমপিও অনুমোদন দেওয়া হবে।

আগে মাউশি থেকে কেন্দ্রীয়ভাবে শিক্ষক-কর্মচারীদের এমপিও সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হলেও মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় তা বিকেন্দ্রীকরণের পরিপত্র জারি করেছে।

এতে বলা হয়েছে, এমপিও ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল, সুবিন্যস্ত ও স্বচ্ছ করতে এই কার্যক্রম বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, নয়টি শিক্ষা অঞ্চলের উপ-পরিচালক বিধি অনুসারে অনলাইন এমপিও সফটঅয়ার ব্যবহার করে নিজ নিজ অধীক্ষেত্রের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত আবেদন নিস্পত্তি করবেন।

নয়টি শিক্ষা অঞ্চলের এমপিও সংক্রান্ত কার্যক্রম মাউশি নিয়মিত তদারক করবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়।

এমপিও কার্যক্রম বিকেন্দ্রীকরণ হওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাজ কি হবে তাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আবেদন পাঠানোর আগে সব সনদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করে নিতে হবে। কোনো সনদ জাল বা ভূয়া প্রমাণিত হলে আবেদনকারীর সঙ্গে প্রতিষ্ঠান প্রধানকেও দায়ী করা হবে।

এমপিও কার্যক্রম বিকেন্দ্রীকরণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক উপ-পরিচালকদের দায়িত্বও নির্দিষ্ট করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়ের বিদ্যালয় পরিদর্শক এবং প্রোগ্রামারের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

গত ১ মে থেকে পরিপত্রটি কার্যকরের দিন নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 
SCROLL FOR NEXT