বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা পেট্রোলবোমার শিকারদের

Byনিজস্ব প্রতিবেদক

এদের মধ্যে দুজন ছাত্র, একজন ট্রাকচালক এবং অন্যজন সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করতে আসেন মিনহাজুল ইসলাম অনিক, শাহরিয়ার হৃদয়, লিটন মিয়া এবং আব্দুল কাদির মিয়া শিপু।

এদের মধ্যে অনিক ও হৃদয় স্কুল ছাত্র, লিটন পেশায় ট্রাকচালক এবং শিপু নির্বাহী ম্যাজিস্ট্রেট।

রোববার অনিককে প্রধানমন্ত্রী অর্থ সহায়তাও দেন বলে জানান প্রেস সচিব।

চলতি বছর ৫ জানুয়ারি ফেনীতে অনিক ও হৃদয় কোচিং থেকে বাসায় ফেরার পথে পেট্রোলবোমা হামলার শিকার হয়। হামলায় দুজনেরই চোখ ক্ষতিগ্রস্ত হয়।

এর চার দিন পর ৯ জানুয়ারি দায়িত্ব পালনের সময় পেট্রোলবোমা হামলার শিকার হন ফেনীর তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির শিপু।

ট্রাকচালক লিটন মিয়া হামলার শিকার হন ১৪ জানুয়ারি। চাঁপাইনবাবগেঞ্জের শিবগঞ্জ থানার সোনা মসজিদ এলাকায় দুবৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় একটি চোখ হারান তিনি।

বিএনপি-জামায়াত জোটের অবরোধে সহিংসতার শিকার এই ব্যক্তিদের প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য দুই দফায় ভারতের চেন্নাই পাঠানো হয়।

SCROLL FOR NEXT