বাংলাদেশ

ঝালকাঠীতে গাছে বেঁধে দুই নারীকে নির্যাতন

Byঝালকাঠী প্রতিনিধি

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব রাজাপুর গ্রামে এই সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে ।

রাজাপুর থানার এসআই বিপ্লব কুমার মিস্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব রাজাপুর গ্রামের এনছাব আলী ও লাল মিয়ার সঙ্গে জমি দিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

“শনিবার বিকালে বিরোধপূর্ণ জমিতে লাল মিয়া ঘর তুলতে গেলে পরিবারের সদস্যদের নিয়ে এনছাব বাধা দেয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে এনছাবের স্ত্রী রাহিমা বেগম (৪০) ও তার ভাইয়ের স্ত্রী নাছিমা বেগমকে (৩৮) প্রতিপক্ষের নারীরা গাছের সঙ্গে বেঁধে রাখে।

“খবর পেয়ে ওই দুই নারীকে উদ্ধার করে আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।”

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাহিমা ও নাছিমা সাংবাদিকদের বলেন, বিরোধপূর্ণ জমিতে ঘর তুলতে বাধা দেওয়ায় লাল মিয়ার স্ত্রী ও মেয়েরা তাদের গাছের সঙ্গে বেঁধে মারধর করে।

এছাড়া লাল মিয়া ও তার পক্ষের অন্য পুরুষরাও তাদের সহায়তা করে, এবং মারধর ও লাঞ্ছিত করে।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত দুপক্ষের চার জনকে আটক করা হয়েছে ।

SCROLL FOR NEXT