বাংলাদেশ

সন্দ্বীপ চ্যানেলে ডুবেছে কয়লাবোঝাই জাহাজ

Byচট্টগ্রাম ব্যুরো

লাইটার জাহাজ পরিচালনাকারী বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের উপ-সচিব (অপারেশনস) আতাউল কবির রঞ্জু জানান, শুক্রবার দুপুরে সন্দ্বীপ চ্যানেলের ভাসানটেক এলাকায় একটি বয়ার সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ‘এমভি মাস্টার সোহাগ’ নামের জাহাজটি ৯০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম থেকে খুলনা যাচ্ছিল।

“বেলা ২টার দিকে ভাসানটেক এলাকায় একটি বয়ার সঙ্গে জাহাজটির ধাক্কা লাগে। এর পরপরই সেটি ডুবে যায়।”

আশপাশের বিভিন্ন জাহাজ এগিয়ে এসে দুর্ঘটনাকবলিত জাহাজটির ১২ নাবিককে নিরাপদে সরিয়ে নিয়েছে বলে জানান তিনি।

গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে বন্দরে পণ্য আনা নেওয়ার কাজ করে ছোট আকারের এসব লাইটার জাহাজ। বন্দর থেকে পণ্য নিয়ে নদীপথে বিভিন্ন স্থানে পৌঁছানোর কাজেও এ ধরনের নৌযান ব্যবহার হয়। 

এর আগে গত ৩ এপ্রিল ভুট্টাবোঝাই একটি লাইটার জাহাজ আরেকটি জাহাজের ধাক্কায় সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়।

SCROLL FOR NEXT