বাংলাদেশ

দানেশে ছাত্র হত্যা: ৪ দিন পর মামলা

Byদিনাজপুর প্রতিনিধি

সোমবার সন্ধ্যায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর নূর বাদী মামলাটি (নম্বর ৩৯) দায়ের করেন।

কোতোয়ালি থানার ওসি এসএম খালেকুজ্জামান মামলা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

আধিপত্য নিয়ে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে দু্ই ছাত্র নিহত হন।

মামলার নথি থেকে জানা যায়, ভিকটিমের পরিবারের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় পুলিশের পক্ষ থেকে মামলাটি করা হলো।

মামলায় কোনো নাম উল্লেখ না করে অজ্ঞাত পরিচয় ৫০ থেকে ৬০ জনকে হামলাকারী বলে উল্লেখ করা হয়।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. এটিএম সফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি এজাহার দাখিল করলেও তা রেকর্ড করেনি পুলিশ।

এ ব্যাপারে ওসি এসএম খালেকুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এজাহারে ত্রুটি থাকায় সেটি রেকর্ড করা হয়নি।

তবে এজাহারের কোন অংশে ত্রুটি ছিল তা তিনি বলেননি।

SCROLL FOR NEXT