বাংলাদেশ

চট্টগ্রামে যুবদলকর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার ১

Byচট্টগ্রাম ব্যুরো

শনিবার ভোরে মিয়াখান নগর বাইদ্দ্যার টেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইসমাইল (২৬) ওই এলাকার শামসুল আলমের ছেলে। তিনিও যুবদলের সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার দুপুরে বাকলিয়া থানার মিয়াখান নগর মোজাহেরুল উলুম মাদ্রাসার পাশের গলিতে নিজ বাসায় কাছেই মুখোশপরা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবদলকর্মী মো. নাছির উদ্দিন।

নাছিরের বিরুদ্ধেও হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১০টিও বেশি মামলা আছে নগরীর বিভিন্ন থানায়।

নিহত নাছিরের মতো গ্রেপ্তার ইসমাইলও বাকলিয়া এলাকায় নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি যুবদল নেতা মোর্শেদ খানের অনুসারী হিসেবে পরিচিত।  

নাছির খুনের ঘটনায় তার বড় ভাই আবু বক্কর বাদী হয়ে খোরশেদ ও কানন নামে দুজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার পর অভিযান চালিয়ে ভোরে নিজ বাসা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

খোরশেদ চট্টগ্রামের রাউজান উপজেলা এবং কানন কুমিল্লার মুরাদনগর এলাকার বাসিন্দা হলেও নগরীতে এসে ইসমাইলের আশ্রয়ে থাকতেন বলে পুলিশের দাবি।

SCROLL FOR NEXT