বাংলাদেশ

গাজীপুরে কারাগারে বসেই পরীক্ষা দিচ্ছেন ২৩ বন্দি

Byগাজীপুর প্রতিনিধি

বুধবার সারা দেশে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমামানের পরীক্ষা, যাতে প্রায় ১১ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র সুপার মো. জাহাঙ্গীর কবির জানান, কারা কর্তৃপক্ষ ও আদালতের অনুমতি নিয়ে তার কারাগার থেকে এবার আটজন বন্দি আলিম এবং দুইজন এইচএসসি পরীক্ষায় বসেছেন।

আর হাই সিকিউরিটি কারাগার থেকে নয়জন এইচএসসি এবং দুইজন বন্দি আলিম পরীক্ষা দিচ্ছেন বলে জেলার মো. জান্নাতুল ফরহাদ জানান।

গাজীপুর জেলা কারাগারের জেলার সুভাস ঘোষ  জানান, তার কারাগারে একজন এইচএসসি এবং একজন ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পরীক্ষা দিচ্ছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দি শিক্ষার্থীরা নিজ নিজ কারাগারে ‘হল রুমে’ পরীক্ষায় বসেছেন।তাদের জন্য নির্ধারিত কেন্দ্র থেকে কক্ষ পরিদর্শক, প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষার পর উত্তরপত্র সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে।

বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যেই এই পরীক্ষা হচ্ছে।

এইচএসসিতে আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার আট লাখ ৮৬ হাজার ৯৩৩ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম/ভোকেশনালে ৯৮ হাজার ২৪৭ জন এবং ডিআইবিএসে চার হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী রয়েছে।

এছাড়া বিদেশের সাতটি কেন্দ্রে ২৪১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

SCROLL FOR NEXT