বাংলাদেশ

শাহজালালে মানবপাচারকারী গ্রেপ্তার

Byনিজস্ব প্রতিবেদক

তার নাম, মো. নান্নু মিয়া ওরফে নুনু মিয়া (৫০)।

সিআইডি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাতে ইন্টারপোল ও ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।”

সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী বলেন, “গ্রেপ্তার নান্নু দীর্ঘ ৩৫ বছর ধরে পরিবার নিয়ে ইরানে বসবাস করে আসছিলেন। তিনি মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসীদের ইউরোপে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কিছু তুর্কী ও পাকিস্তানি দালালের সহায়তায় অবৈধভাবে স্পিডবোটে সাগর পথে ইরানে নিয়ে যাওয়ার পর আটক করাতো।”

মধ্যপ্রাচ্যের একটি দেশে কর্মরত প্রকৌশলী শফিউল আলমকে তিনি প্রতারণার ফাঁদে ফেলে ইরানে নিয়ে আটক করে বাংলাদেশে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পরবর্তীতে শফিউল আলমের মা সিআইডি পুলিশের কাছে অভিযোগ করলে সেটি আমলে নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মীর্জা আব্দুল্লাহ হেল বাকী। 

SCROLL FOR NEXT