বাংলাদেশ

ফেনীতে হামলায় আহত যুবদলকর্মীর মৃত্যু

Byফেনী প্রতিনিধি

যুবদলকর্মী দেলোয়ার হোসেন (৩৮) শনিবার সকালে ফেনীর একটি ক্লিনিকে মারা যান বলে নিশ্চিত করেছেন সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি নূর নবী।  

দেলোয়ার হোসেন একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের সফি উল্যাহর ছেলে।

নূর নবী অভিযোগ করেন, দেলোয়ার দেশে আসার পর থেকেই যুবলীগকর্মীরা তার কাছে চাঁদা দাবি করছিল।

তিনি বলেন, “চাঁদা দিতে রাজি না হওয়ায় গত ২৪ মার্চ বিকালে স্থানীয় যুবলীগ নেতা মিলন ও স্বপনের নেতৃতে দুর্বৃত্তরা দেলোয়ারকে কুপিয়ে আহত করেন। দেলোয়ারকে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

শুক্রবার বিকালে দেলোয়ারকে ঢাকা মেডিকেল থেকে এনে ফেনীর কসমোপলিটন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সকালে মারা যান তিনি।

তবে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানিয়েছেন, পারিবারিক বিরোধের জেরে দেলোয়ারের ওপর হামলা হয়ে থাকতে পারে।  

“পাঁচদিন আগে হামলা হলেও কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। কী কারণে কারা হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

SCROLL FOR NEXT